বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

যশোর সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্রসহ ব্যবসায়ী আটক 

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

যশোর-সীমান্তে-বিপুল-পরিমাণ-অস্ত্রসহ-ব্যবসায়ী-আটক 

যশোর-সীমান্তে-বিপুল-পরিমাণ-অস্ত্রসহ-ব্যবসায়ী-আটক 

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি নাইন এম এম পিস্তল, চারটি ওয়ান শুটার গান পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০টি গুলি। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান এনে অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পুটখালী ও অগ্রভুলাট বিওপির দুটি পৃথক টিম অভিযান চালিয়ে ৩টি নাইন এমএম পিস্তল, ৪টি ওয়ান শুটার পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। 

আরো পড়ুন >>> ডোবায় এক টুকরো, ডাঙায় মিলল দুই হাত!

তিনি আরো জানান, আটক সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তাকে দুটি নাইন এম এম পিস্তল, দুটি ওয়ান শুটার গান পিস্তল এবং দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। 

অপরদিকে অগ্রভুলাট সীমান্তে একটি নাইন এম এম পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

লে. কর্নেল তানভীর রহমান জানান, এ অস্ত্রগুলো দেশকে অস্বাভাবিক করে তুলতে এবং সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশে মজুত করা হচ্ছিল বলে আটক সম্রাট স্বীকার করেছেন। সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

Provaati
    দৈনিক প্রভাতী